ঠাকুরগাঁওয়ের দুটি কলেজের তথ্য তলব (জাতীয়করণ)
জাতীয়করণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার দুটি কলেজসহ ১৬টি কলেজের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
১৪ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিব স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ওই চিঠিটি গ্রহণ করেছে।
কলেজ দুটি হল বালীয়াডাঙ্গীর সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ । এছাড়া জাতীয়করণের তালিকাভুক্ত অন্য কলেজগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রামের রাউজান কলেজ, কুমিল্লা তিতাসের মেনহাজ হোসেন মিম কলেজ, সিলেট ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, পাবনা ফরিদপুরের মোহা. ইয়াসিন ডিগ্রি কলেজ, নওগাঁ আত্রাইয়ের মোলা আজাদ মেমোরিয়াল কলেজ, বগুড়ার ধুনট ডিগ্রি কলেজ, জয়পুরহাট ক্ষেতলালের ছাঈদ-আলতাফুন্নেছা কলেজ ও কালাইয়ের মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুর খানসামার পাকেরহাট ডিগ্রি কলেজ, পঞ্চগড় অটোয়ারীর বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয় ও তেতুলিয়া ডিগ্রি কলেজ, যশোর বাঘারপাড়ার শহীদ সিরাজউদ্দিন হোসেন ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ । (সুত্র-দৈনিক শিক্ষা)
For more-http://www.baliadangi24.com
For more-http://www.baliadangi24.com
No comments