Get domain and hosting only $2

পাখি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পাখি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- ১। বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি? উঃ ক্যানডোর। ২। বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি? উঃ উট পাখি। - ৩। সবেচেয় দ্রুততম পাখি কোনটি? উঃ সুইফট বার্ড। - ৪। সবচেয়ে ছোট পাখি কোনটি? উঃ হামিং বার্ড। ৫। কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে? উঃ পায়রা। - ৬। স্কেভেনজিং পাখি বলা হয় কাকে? উঃ কাক ও শকুন। - ৭। কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়? উঃ অস্ট্রিচ পাখি। - ৮। কোন পাখি পেছন দিকে উড়তে পারে? উঃ হামিং বার্ড। - ৯। যে পাখি বাসা তৈরি করে না? উঃ কোকিল। - ১০। কোন পাখি আকাশে ডিম পারে এবং মাটিতে পড়ার আগে উড়তে পারে? উঃ হোমা পাখি।

No comments

Powered by Blogger.